রফিকের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসালেন নবি

১৯৯৭ সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে ক্রিকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল টাইগাররা। ২০০৬ সালে প্রথম টি-টুয়েন্টি ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের এই তিনটি জয়ের ম্যাচেই একাদশে ছিলেন মোহাম্মদ রফিক। এতদিন ধরে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে দলের প্রথম জয় গুলোতে ছিল মোহাম্মদ রফিকের নাম। এবার সেখানে নাম লিখালেন মোহাম্মদ নবি।

২০০৯ সালে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল আফগানিস্তান। পরের পর তারা জিতেছিল প্রথম টুয়েন্টি। এই বছর তারা পেল প্রথম টেস্ট ম্যাচ জয়। আর এই তিনটি জয়ী দলেই ছিলেন মোহাম্মদ নবি।

নিজ দেশের প্রথম টেস্ট জয়ে তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও, তিন ফরম্যাটেই দেশের প্রথম জয়ের প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সৌভাগ্য ঠিকই হয়েছে মোহাম্মদ নাবির। যা এতদিন ধরে ছিলো শুধুমাত্র বাংলাদেশ দলের কিংবদন্তীসম স্পিনার মোহাম্মদ রফিকের।