রিয়াল ছেড়ে পিএসজিতে টনি ক্রুস

রিয়াল মাদ্রিদের মাঝমাঠের ইঞ্জিন বলা হয় জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে। জিদানের সময়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের মাঝমাঠের অন্যতম নেতা ছিলেন তিনি। আর সেই ক্রুসকেই এবার হারাতে বসেছে মাদ্রিদ।

জিদানের অধিনে রিয়াল মাদ্রিদ নতুন করে দল সাজাবে সেটা নিশ্চিত। অনেক তারকা আসবেন এবং অনেকেই যাবেন সেটাও নিশ্চিত। তবে শোনা যাচ্ছে সেই যাওয়ার তালিকায় আছেন টনি ক্রুস।

ক্রুস নিজেই চাচ্ছেনা আর রিয়ালে থাকতে। তিনি চাচ্ছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে পিএসজিতে যেতে। সাথে এটাও শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ থেকে ৬৮ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাচ্ছেন তিনি।