লিওকে হারিয়ে শেষ আটে বার্সা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলছে চমক। প্রথম লেগে জিতে এসে পরের লেগে হেরে যাচ্ছিল দল গুলো। রিয়াল মাদ্রিদ, রোমা, পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদের মত দল গুলো প্রথম লেগে জিতে এসেও বাদ হয়েছে দ্বিতীয় লেগে। তাই তেমনই কিছু করার চেস্টায় ছিল লিগ ওয়ানের দল লিও।

কিন্তু প্রতিপক্ষ দলটি যে বার্সালোনা। তাই আর চমক দেখানো হয়নি এই দলটির। উল্টো তাদের ৫-১ গোলে হারিয়ে শেষ আটে পৌছে গেছে মেসিরা।

এদিন বার্সার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ম্যাচের ১৮ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই ম্যাচে দুর্দান্ত খেলা ফিলিপ কৌতিনহো। প্রথমার্ধে ২-০ গোলেই এগিয়ে ছিল কাতালানরা।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে লুকাস টুসার্ট একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু সেটা ঐ পর্যন্তই। এরপর বার্সালোনা আরো ৩টি গোল করে। ৫৮ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৮১ মিনিটে পিকে এবং বদলি হয়ে নেমে ৮৬ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন দেম্বেলে।