লিটন দাসকে টেস্টে না নেয়াই উত্তম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন দাস। সাম্প্রতিক সময়ে তার সময়টা ভালো যাচ্ছে না। একেবারেই ভালো যাচ্ছে না। ব্যাট কথা বলছেনা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হাসছেনা তার ব্যাট।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে লিটন দাসের দুই ইনিংসে রান ছিল ২৯ ও ১। দ্বিতীয় ইনিংসে তার রান ছিল ৩৩ ও ১। এই রান করার পর টেস্ট দলে তার অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

ওয়ানডে ম্যাচ ৫০ ওভারে। সেখানে লিটন দাসের মত মারকুটে ব্যাটসম্যানের প্রয়োজন হলেও তার মত অধারাবাহিক একজন ব্যাটসম্যানকে টেস্ট দলে খেলানোটা কতটা যুক্তিসঙ্গত সেটাই এখন প্রশ্নের।

দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের তারকারা। নামের প্রতি কোন রকম সুবিচার করতেই পারেনি তারা। তার মধ্যে লিটন দাসও একজন। বিশেষ করে শেষ দিকে যখন তার ব্যাটের দিকে তাকিয়ে থাকত বাংলাদেশ সেখানে কোন সুবিধাই করতে পারেনি তিনি। দলের কোন কাজেই আসতে পারেনি এই উইকেট কিপার ব্যাটসম্যান।