শাস্তি পেয়েছিলেন মঈন আলী ও ইমরান তাহির, তবে ভারত কেন নয়?

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অনন্য এক উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট দল। পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত জওয়ানদের সম্মান জানাতে ভারতের সেনাবাহিনীর ক্যাপ পড়ে মাঠে নামে তারা।

এছাড়াও পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে তৃতীয় ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় ক্রিকেটাররা।

কিন্তু ক্রিকেট মাঠে ‘আর্মি ক্যাপ’ পড়ায় ভারতীয় ক্রিকেটারদের শাস্তির দাবি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। এর শাস্তি চেয়ে মানি বলেন, ‘২০১৪ সালে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী ‘সেভ গাজা’ ও ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা রিস্টব্যান্ডস পরার কারণে নিষিদ্ধ হয়েছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তখন মঈন আলীর পক্ষ নিলেও আইসিসি এটাকে ‘মানবিকতার চেয়ে রাজনীতি’ হিসেবেই বর্ণনা করেছিল। ম্যাচ রেফারি ডেভিড বোন তখন মঈন আলীকে আইসিসির পোশাক ও উপকরণ নীতিমালার কথা বলেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিমান দুর্ঘটনায় নিহত শিল্পী জুনায়েদ জামশেদের টি-শার্ট পরে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। তিনিও তখন এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ইতিমধ্যে দুটি উদাহরণ তো আমাদের কাছে স্পষ্ট। ইমরান তাহির ও মঈন আলী যদি আইসিসির শাস্তি পায় তাহলে একই শাস্তি ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আগামী ১২ ঘণ্টা আইসিসির পদক্ষেপ পর্যালোচনা করব। যদি এর কোনো পরিবর্তন না হয় তবে আমরাও কঠোর অবস্থানে যাবো। আমরা চাই না ক্রিকেটে রাজনীতি থাকুক অথবা রাজনীতিতে ক্রিকেট ব্যবহার হোক।’