শাহজালালে ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্রসহ আ’লীগ নেতা আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকালে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক ওই নেতাকে বিমানবন্দর থেকে আটক করে।

জানা গেছে আটক ব্যক্তির নাম এস এম মজিবুর রহমান। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার নেতা।

সম্প্রতি বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল। গত ১১ মার্চ তিনি অস্ত্র নিয়ে বিমানে প্রবেশ করেন।

এ ঘটনার পর বিমানবন্দরে প্রবেশের ঘটনা কেন্দ্র করে পুরো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এখন থেকে ঘোষণা ছাড়া কারও কাছ থেকে অস্ত্র বা এক্সপ্লোসিভ পাওয়া গেলেই তাকে আটক করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন সব যাত্রীকেই তল্লাশি করা হচ্ছে আপাদমস্তক। এতে প্রায় সময়ই বিমানবন্দরের প্রবেশমুখে ভিড় জমে যাচ্ছে। এখন আগ্নেয়াস্ত্র নিয়ে গেটের কাছে পৌঁছেই ঘোষণা দিচ্ছেন তার কাছে বৈধ অস্ত্র আছে। তবে কিছু প্রভাবশালী ভিআইপি এ ধরনের তল্লাশিতে নাখোশ।