শিরোপার বাটন চলে এল ম্যানসিটির হাতে

ইংলিশ প্রিমিয়ার লিগে সব মিলিয়ে প্রতিটি দল ম্যাচ খেলবে ৩৮টি। ৩৮টি ম্যাচের পয়েন্টের উপর নির্ভর করবে কে জিতবে লিগের শিরোপা। ২৮টি ম্যাচ পর্যন্ত প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান দখল করে রেখেছিল লিভারপুল। বাকি ছিল মাত্র ১০টি ম্যাচ। কিন্তু শেষ মুহুর্তে এসেই হোচট খেল তারা। ২৯তম ম্যাচে এসে লিগের বাটন তুলে দিল ম্যানসিটির হাতে।

ইপিএলে গতরাতে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আর এই ড্রয়ে দীর্ঘদিন পর দেখতে থাকা শিরোপা স্বপ্নে লাগল বড় ধাক্কা। কেননা, এই ড্রয়ের কারণে তারা চলে গেল লিগে পয়েন্ট তালিকায় ২ নম্বরে। তাদের থেকে এক পয়েন্ট বেশি এখন গার্দিওলার দলের।

এদিকে প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে জিতেছে চেলসি। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে তারা। ফুলহামের হয়ে গোল দুটি করেন হিগুইন ও জর্জিনহো।

এই জয়ে চেলসি ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে রইল ৬ নম্বরে। পাঁচে থাকা আর্সেনাল একটি ম্যাচ বেশি খেলে অর্জন করেছে ৫৭ পয়েন্ট। ৫৮ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানইউ। চেলসি যদি বাকি সব ম্যাচ জিতে, তাহলে অন্তত চারে থেকে লিগ শেষ করতে পারবে।