শেষ টেস্টে সুসংবাদের পাশাপাশি বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটস্যান মুশফিকুর রহিম। তবে আশার বানী হচ্ছে, ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে দেখা যেতে পারে তাকে। এমনটাই জানালেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

এদিকে মুশফিক ইস্যুতে সুসংবাদ এলেও দুঃখজনক ব্যাপার হলো, তৃতীয় টেস্টের আগে অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। তাই শেষ টেস্টে তাকে নাও দেখা যেতে পারে। যদিও এখন পর্যন্ত তার ইনজুরি ইস্যুতে মুখ খুলেনি বিসিবি।

এদিকে আর কিছুদিন পরই ইংল্যান্ড বিশ্বকাপ। তাই নিশ্চিত যে, এই মুহুর্তে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। সে হিসাবে শেষ টেস্টে নাও দেখা যেতে পারে তামিমকে।

তাছাড়া নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে শুরু থেকেই নেই সাকিব আল হাসান। সে যাত্রায় যুক্ত হন মুশফিক। এবার তামিমের ইনজুরি নিশ্চয় মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। এর আগে প্রথম দুই টেস্টে হেরেছে বাংলাদেশ।