শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি!

মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার এখন পড়ন্ত বিকেল। এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটেই বিশ্বকাপ জয় দিয়ে শুরু হয়েছিল তার অধিনায়কত্বের ক্যারিয়ার। তখনই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন।

এখন সেই টি-টোয়েন্টি ফরম্যাটে আর হয়তো ব্যাট হাতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। শোনা যাচ্ছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরেই নাকি ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যাপ্টেন কুল।

তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচটিই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়ে গেল। এদিকে টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন।

অন্যদিকে টি-টোয়েন্টি দলেও এখন তাকে মাঝেমধ্যে ‘বিশ্রাম’ এর নামে বাইরে রাখা হয়। শুধু ওয়ানডেতেই নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতকে দুটি বিশ্বকাপ এনে দেওয়া ধোনি।

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে তাকে হয়তো কেবল আইপিএলে খেলতে দেখা যেতে পারে।

কিন্তু এখানেও তার পারফর্মেন্স পড়তির দিকে। যে কারণে অনেকে মনে করছেন, আসন্ন দ্বাদশ আইপিএলই হয়তো ধোনির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।