শোভন সামনে আরও ভালো জায়গায় যাবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুটি পদ বাদে সবগুলোতেই জয় পেয়েছে ছাত্রলীগ। এরমধ্যে ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের কাছে হেরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন। রেজাল্টের পর প্রথমে শোভনের অনুসারীরা বিক্ষোভ করলেও পরে শোভন নিজেই অভিনন্দন জানান নুরকে।

এদিকে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের এমন উদারতার প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘শোভন যা করেছে সেটিই রাজনৈতিক নেতৃত্বের আসল বৈশিষ্ট্য। নির্বাচনে হার জিত থাকবেই তা মেনে নিয়েই চলতে হবে এবং শোভন রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে শোভন আরো ভালো জায়গায় যাবে।’

আজ ১৬ মার্চ শনিবার বিকালে গণভবনে ডাকসুর নব নির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটে হারার পর শোভন আমার কাছে এসেছিল। আমি শোভনকে বলেছি, ভোটে হেরেছো, যাও এবার নুরকে অভিনন্দন জানাও। সে তাই করেছে। আমি এজন্য শোভনকে ধন্যবাদ জানাই।’

এ সময় শোভনের পরিবারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘শোভনের পুরো পরিবারকে আমি চিনি, ওর বাবা উপজেলার চেয়ারম্যান, ওর দাদা গণপরিষদের সদস্য ছিলেন। শোভনের পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সে রাজনৈতিক উদারতা দেখিয়েছে।’

এরপর ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সেটা সবসময় বলেছি। আমি বলেছি, ছাত্রছাত্রীরা যা চাইবে, তাই হবে। আশা করবো নব নির্বাচিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মিলেমিশে কাজ করবে।’