সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুরি অভিযোগ এনে এবার সকল পদে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন নতুন নির্বাচিত ভিপি নুরুল হক নুর। এ সময় ভিপি হিসেবে শপথ নেবেন বলেও জানান ভিপি নুরুল হক নুর।

আজ ১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাবি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি পুনঃনির্বাচনের দাবির কথা জানান। এ সময় নুর বলেন, ‘যেহেতু নির্বাচনে একটি পক্ষকে জেতাতে ইঞ্জিনিয়ারিং হয়েছে তাই সব ফল বাতিল করে আবারো নির্বাচনের দাবি জানাচ্ছি।’

এর আগে আজ বিকেলে অন্য এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি ২৩ পদে পুনঃনির্বাচন চান তিনি। এ ব্যাপারে নুর বলেন, ‘যেহেতু ভোট কারচুপির মধ্যেও আমরা দুজন বিজয়ী হয়েছি তাই এই দুটি পদ ছাড়াই অন্য পদগুলোতে পুনঃনির্বাচন চেয়েছিলাম। কিন্তু এখন সকল পদে পুনঃনির্বাচন দাবি করছি।’

এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত এখনো রয়েছে কিনা জানতে চাইলে নুর বলেন, ‘আমিসহ আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এসেছেন এবং আন্তরিকভাবে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি বাতিল করা হয়েছে।’ এ সময় ডাকসুর ২৫তম ভিপি হিসেবে শপথ নেবেন বলেও জানান নুর।