সতীর্থদের ওপর রাগ ঝাড়লেন লাসিথ মালিঙ্গা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গত মঙ্গলবার বড় ব্যবধানে পরাজয় বরণ করে লাসিথ মালিঙ্গা নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ক্রিকেট টিম। সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ম্যাচের শুরুর দিকে শ্রীলঙ্কান বোলাররা বাজে শুরু করলেও শেষের দিকের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে আড়াই’শ রানের ঘরে আটকাকে সক্ষম হয় শ্রীলঙ্কা। এই রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার এমন হার মোটেও মেনে নিতে পারেনি লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিডিয়া সামনে রাগ ঝাড়েন সতীর্থদের ওপর।

এ সময় লাসিথ মালিঙ্গা বলেন, ‘প্রথম ১০-১৫ ওভার আমরা মোটেও ভালো বোলিং করিনি। তবে শেষ পর্যন্ত ঠিকই তাদের ২৫০ এর মধ্যে আটকে দেই। আর এটা সম্ভব হয়েছে বোলারদের ভাল ইপোর্টের কারণে। আমাদের প্লেয়াররা প্রত্যেকে ট্যালেন্টেড। বড় কথা হচ্ছে, আমরা সবাই জাতীয় দলে খেলি। এটা সবাইকে বুঝতে হবে। প্রত্যেককে প্রত্যেকের নিজের ভ্যালু বুঝতে হবে।’