সাকিবের আইপিএল খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। আগামী ২৩ মার্চ পর্দা উঠবে আইপিএলের। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তবে আইপিএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব। কিন্তু এরপরেও সাকিবের আইপিএল নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব আল হাসান একটি চোট থেকে এসেছেন। আমি আশা করি পরবর্তী মূল্যয়নের পর তার আইপিএলে খেলার বিষয়টি পরিস্কার হবে।’

আইপিএলে সাকিবকে পুরো আসরে দেখা নাও যেতে পারে। হয়তো তাকে কয়েক ম্যাচের জন্যই অনুমতি দেওয়া হতে পারে।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশনে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ।