সাকিবের পরিবর্তে শেষ টেস্টে যাকে চাচ্ছেন কোচ

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি সাকিবের।

এরপর গুঞ্জন উঠে শেষ টেস্টে খেলবেন সাকিব। তবে সাকিবকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সবকিছু অপেক্ষা করছে সাকিবের ফিট হওয়ার উপর।

এদিকে সাকিবের পরিবর্তে শেষ টেস্টের দলে দেখা যেতে পারে পেসার শফিউল ইসলামকে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে থাকলেও একাদশে জায়গা পাননি শফিউল। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ছিলেন না শফিউল।

কিন্তু শেষ টেস্টের দলে শফিউলকে চাচ্ছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের হয়ে বিধ্বংসী বোলিং করেছেন শফিউল। নিয়েছেন ৫টি উইকেট। তাতেই শফিউলকে শেষ টেস্টে চাচ্ছেন কোচ।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কোচ স্টিভ তো শফিউলকে নিতে আগ্রহী। এ পেসারকে শেষ টেস্টে দলে চান হেড কোচ।’