সাকিব আইপিএল খেলতে পারলে মুস্তাফিজকে না কেন

হাতের আঙুলের ইনজুরিতে আছেন সাকিব আল হাসান। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেনি সে। কথা ছিল টেস্ট সিরিজে ফেরার। কিন্তু পুরোপুরি সেরে না উঠায় সেটাও হচ্ছেনা। অর্থাৎ নিউজিল্যান্ড সফরে ফেরা হচ্ছেনা সাকিবের।

তবে নিউজিল্যান্ড সিরিজে না খেললেও সাকিব আল হাসান আইপিএলে খেলবেন এটা একরকম নিশ্চিত। আর তাতেই দেখা দিয়েছে প্রশ্ন।

ইনজুরিতে পড়ার ভয়ে মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেয়নি বিসিবি। কিন্তু সে এখন সুস্থ আছে। অন্যদিকে এখন ইনজুরিতে আছে সাকিব। তাহলে তাকে কেন আইপিএলে যাওয়ার অনুমতি দিচ্ছে বিসিবি? প্রশ্ন তুলেছেন জালাল ইউনুস।

তিনি বলেন, এটা বোর্ডের মাথায় আছে যাতে সাকিবের উপর কোন চাপ না আসে। আইপিএল বলেন বা অন্যকোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া বলেন, এখন আমাদের আসল টার্গেট হচ্ছে বিশ্বকাপ।

তিনি বলেন, আমার মতে কোন বাধা নিষেদ কোন ভাবেই থাকা উচিত নয়। যদি খেলোয়াড়টি ফিট থাকে তাহলে খেলতেই পারে। তবে সেখানে গিয়ে যাতে ইনজুরিতে না পড়ে সেদিকেই লক্ষ্য রাখতে হবে। আমরা কোন খেলোয়াড়কে এই ভাবে না করতে পারিনা যে কে কোন টুর্নামেন্টে খেলতে পারবেনা। যদি ফিট থাকে এবং বোর্ড মনে করে, সে যেতেই পারে।