ব্যাটিং তান্ডবে সমালোচনার জবাব দিলেন সৌম্য-সাব্বির

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল তাদের দুজনকে নিয়েই। আর সেই তারা দুজনেই নিউজিল্যান্ডকেই বেছে নিলেন জবাব দেয়ার জন্য।

সাব্বির রহমান। বাংলাদেশের ক্রিকেটে ব্যাড বয় হিসেবেই পরিচিত ছিলেন। অনেক নাটকের পর অধিনায়কের চাওয়াতে এক মাস নিষেদাজ্ঞা থাকার আগেই দলে ফিরেছিলেন। অথচ সাম্প্রতিক সময়ে তার ফর্মও ভালো ছিল না। মাশরাফিকে এটা নিয়ে অনেক কথাই বলতে হয়েছে।

সেই সাব্বির রহমানই বাংলাদেশের ওয়ানডে সিরিজে সেরা তারকা হয়ে গেলেন। করলেন সেঞ্চুরি। সেটিও তার জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অন্য আরেকটি ম্যাচে করেছেন ৪৩ রান।

আরেক তারকা সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে খুব একটা ভালো করতে পারেনি সে। টেস্ট সিরিজে জায়গা পেয়েছিলেন সাকিব না থাকায়। আর সেই সুযোগটা বেশ ভালো করেই কাজে লাগিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছেন ১৪৯ রান। সমালোচনার জবাবটা তিনিও দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষেই।

অথচ এই সৌম্যই নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ফর্ম হীন ছিলেন। এতটাই ফর্ম হীন যে, তাকে বিপিএলেও বসিয়ে রাখতে বাধ্য হয়েছিল তার ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস।