স্টোইনিসের হাফসেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার হার

অস্ট্রেলিয়ার বর্তমান দলটিতে সবচেয়ে অভাগা ব্যাটসম্যান মনে হয় মার্কোস স্টোইনিসই। প্রতিটা দলই তাদের তারকাদের থেকে বেশি বেশি রান চায় এবং বড় রানের ইনিংস চায়। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক, নির্বাচক ও কোচরা হয়তো স্টোইনিসকে বলেই দিতে পারে কোন ম্যাচেই যেন ৪৯ রানের বেশি না করে। অবাক হচ্ছেন?

হওয়ারই কথা। কিন্তু এমনটা যদি বলেও দেয় তাতেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কেননা, স্টোইনিস যেই ম্যাচে ৫০ বা তার বেশি রান করেছে, সেই ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া।

২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টোইনিস। ৭বার তার ইনিংস হয়েছে ৫০ বা তার বেশি। আর এই সাতটি ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া।

ক্যারিয়ারে ৬টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন যেসকল ম্যাচে, সেই ম্যাচগুলোতে হেসেছে প্রতিপক্ষ।

২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৪৬ রান, কিন্তু হেরেছে তার দল। ভারতের বিপক্ষে ২০১৭ সালে করেছিল ৬২ রান কিন্তু হেরেছিল তার দল। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচে করেছিল যথাক্রমে ৬০, ৫৬ ও ৮৭। হেরেছিল তিনটি ম্যাচেই।

২০১৮ সালেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল ৬৩ রান। হেরেছিল সেই ম্যাচটিও। গতকাল ভারতের বিপক্ষে করল ৫২ রান। হারল এই ম্যাচেও।