হরভজনকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পাকিস্তানি সাবেক ক্রিকেটার

গতকাল ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের। আর প্রথম ম্যাচটি হার দিয়েই শুরু করেছে ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

আর সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন চেন্নাইয়ের হরভজন সিং। তার এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন মুশতাক।

সাকলাইন মুশতাকের উদ্দেশে রিটুইট করে হরভজন লিখেন, ‘ধন্যবাদ সাকি ভাই।’ এরপরেই এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় পাকিস্তানে। মুশতাককে নিয়ে ব্যাপক সমালোচনা করে তারা।

আবদুস সালাম নামের একজন টুইটারে লিখেন, ‘সাকলাইন সাহেব, আপনি কাকে সম্মান জানাচ্ছেন। যারা আমাদের প্রকাশ্যে প্রতিদিন গালিগালাজ করে। তাদেরকে অভিনন্দন জানাতে আপনার লজ্জা করে না?’

মুনীব আহমেদ খান নামের একজন টুইটারে সাকলাইনের উদ্দেশে লিখেন, ‘আপনি পাকিস্তানের জন্য লজ্জার।’