হেলসের মতে বিশ্বকাপ জিততে পারে যে চার দল

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। আগামী মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। আর এই আসরে কে ফেভারিট, কে জিতবে শিরোপা এরকম হিসাব নিকাশ শুরু হয়ে গেছে আগেই।

এই হিসাব নিকাশে এবার যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান আলেক্স হেলস। জানালেন তার মতে বিশ্বকাপে ফেভারিট চার দলের নাম।

স্কাই স্পোর্টসের সাথে সাক্ষাৎকারে হেলস বলেন, বিশ্বকাপের মত বড় আসরে ভারত সব সময় ফেভারিট। পাকিস্তানেরও যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। এই দুটি দল বিশ্বকাপে ফেভারিট।

এর সাথে নিজেদেরও ফেভারিট মানলেন ইংলিশ তারকা। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে ইংল্যান্ডের। রানের বন্যা বইয়ে দিতে পারে তাদের তারকারা সেটা প্রমান করেছে তারা। তাছাড়া ইংল্যান্ড খেলবে এবার নিজেদের মাঠে।

এই তিনটি দলের সাথে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার নামটি নিলেন হেলস। এমনিতেই দলটি এখন আছে দারুণ ছন্দে। তার মধ্যে নিষেদাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন ওয়ার্নার ও স্মিথ যা দলের মনোবল ও শক্তি দুটোই বাড়িয়ে দিবে বলেই বিশ্বাস হেলসের।