৩০০ এর দাড়প্রান্তে গেইল

আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। আর এই আইপিএলে এবার মাঠ মাতাবেন কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে।

গেইল মানেই ছক্কার ঝড়। টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন গেইল ছক্কার জন্য বিখ্যাত। মাঠে প্রতিপক্ষ বোলারদের বেধড়ক পিটিয়ে অভ্যস্ত গেইল এবার আইপিএলে সবার আগে দারুণ এক মাইলফলক স্পর্শ করতে পারেন।

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক ভিলিয়ার্স। তার ছক্কা ১৮৭ টি। তার থেকেও ১০৫টি ছক্কা বেশি মেরে সবার উপরে আছেন গেইল। গেইলের ছক্কা ২৯২টি। ১১১টি ইনিংসে ব্যাটিং করে ২৯২টি ছক্কা মেরেছেন গেইল।

আসছে আইপিএলে আর মাত্র ৮টি ছক্কা মারলেই গেইল পেড়িয়ে যাবেন ৩০০ ছক্কার মাইলফলক। গেইল যদি ম্যাচে টিকে যান তাহলে এই ৮ ছক্কার জন্য তার একটি ম্যাচই যথেষ্ট সেটা আর বলার অপেক্ষা রাখে না।