৫৫ হাজার প্রবাসী বাংলাদেশি পাচ্ছে জাতীয় পরিচয়পত্র

প্রথম ধাপে সিঙ্গাপুরে ৫৫ হাজার প্রবাসী বাংলাদেশিকে এনআইডি দিবে ইসি। পর্যায় ক্রমে অন্যান্য দেশেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এর ফলে দীর্ঘ দিন অপেক্ষার পর প্রথম বারের মত প্রবাসে বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।

আজ রবিবার (৩ মার্চ) এ লক্ষ্যে সচিবের নেতৃত্বে ইসির প্রতিনিধি দল সিঙ্গপুর গেলেন।

বিষয়টি নিয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান, প্রবাসে ভোটার নিবন্ধন বিষয়ে সিঙ্গাপুরে এক সপ্তাহ ধরে ইসির ইন্সপেকশন টিম ফিজিবিলিটি স্টাডি করবে। পুরো নিবন্ধন প্রক্রিয়াটি করতে এ সম্ভাব্যতা যাচাই। সিঙ্গাপুরের পর দুবাইয়ে একটি টিম যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, আজ সিঙ্গাপুর গেলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো: আব্দুল বাতেন, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের আইটি পরিচালক উইং কমান্ডার মো: মাশায়েখ হোসেন এবং ইসির সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার।

এ আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ইতোমধ্যে জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু করতে চান তারা। সব ঠিক থাকলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরাই প্রথম এ সুযোগ পাবেন।