অবশেষে অপেক্ষার অবসান ঘটল মাশরাফির

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার আবদুর রাজ্জাক। আর মাশরাফি বিন মর্তুজাই যে এই তালিকায় দ্বিতীয় হিসেবে ঢুকবেন, সেটা অনুমিতই ছিল।

আজ ১৭ এপ্রিল বুধবার বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফির নামের পাশে জ্বলজ্বল করছিল ৩৯৯ উইকেট। ছিল মাত্র ১ উইকেটের অপেক্ষা। এই অপেক্ষাটি অবশ্য ছিল আগের তিন ম্যাচেও। কারণ টানা তিন ম্যাচ উইকেটশূন্য ছিলেন তিনি।

অবশেষে আজ সেই অপেক্ষা ফুরোতে মাশরাফি নিলেন মাত্র ১৩ বল। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ইনিংসের তৃতীয় ওভারে নেন মোহামেডানের প্রথম উইকেট। সাজঘরে ফেরান আব্দুল মজিদকে।

এদিকে মোসাদ্দেকের দুই ওভার পর নিজের তৃতীয় ওভারের প্রথম বলে মোহামেডানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে সরাসরি বোল্ড করেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৪০০ তম উইকেটটি নেন মাশরাফি বিন মর্তুজা।

এর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট প্রথম ৪০০ উইকেট শিকারী রাজ্জাকের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ২৬৯ ম্যাচ।

কিন্তু মাশরাফির লেগেছে একটু বেশি। ২৮৭ তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট তিনি শিকার করেছেন ঘরোয়া ক্রিকেট লিগে।