চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইয়ের মাঠে আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।যদিও এর দায় নিতে হবে স্টেডিয়াম কর্তৃপক্ষকেই।
কেননা কিছু কারণে চিদম্বরম স্টেডিয়ামের আই, জে এবং কে- এই তিনটি স্ট্যান্ড তথা গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। যার ফলে চেন্নাইয়ের এই স্টেডিয়ামের এই তিনটি গ্যালারি ফাঁকা থাকে।
এ ব্যাপারে স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে কারণ জানতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ড ব্যবহারের অনুমতি পায়নি বিসিসিআই। যার ফলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হলেও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে।