অর্ধশতক মোসাদ্দেক-মিঠুনের

গতকাল বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর ১৫ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন।

বিশ্বকাপ দলে মিঠুনের সুযোগ পাওয়া নিয়ে কোন প্রশ্ন ছিল না। তবে মোসাদ্দেককে দলে নেয়ার ব্যাপারে ব্যাখ্যা দিতে হয়েছে নির্বাচকদের।

প্রধান নির্বাচক বলেছিলেন- ঘরোয়া লিগে সাম্প্রতিক পারফর্মেন্সের কারণেই মোসাদ্দেককে দলে নেয়া হয়েছে।

এবার দল ঘোষণার একদিন পর মাঠে নেমে সেই পারফর্মেন্সই আবার দেখিয়ে দিলেন মোসাদ্দেক। আজ মোহামেডানের বিপক্ষে ম্যাচে ৫৭ বলে ৫৪ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া মিঠুন ৫২ বলে ৫৪ রান করেছেন।