আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে দারুণ মাইলফলক স্পর্শ করলেন ধোনি

গতকাল রবিবার রাতে (২১ এপ্রিল) আইপিএলে মুখোমুখি হয়েছিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চেন্নাইকে ১ রানে হারায় ব্যাঙ্গালুরু। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ২৬ রান। কিন্তু ২৪ রান করতে সক্ষম হয় তারা।

যার ফলে মাত্র ১ রানে হেরে যায় চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত ৪৮ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন ধোনি। এই ম্যাচ দিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন ধোনি। আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে দুইশ ছক্কা হাঁকিয়েছেন ধোনি।

ধোনির বর্তমান ছক্কা সংখ্যা ২০৩টি। সবমিলিয়ে ছক্কার সংখ্যায় তৃতীয়স্থানে আছে ধোনি। তবে ভারতীয়দের মধ্যে প্রথমস্থানে আছে ধোনি। ভারতীয়দের মধ্যে ধোনির পরেই আছে রোহিত শর্মা (১৯০) ও সুরেশ রায়না (১৮৬)।