ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের মৌসুমটা ভালো হয়নি সাকিবের। আইপিএলে সানরাইজার্সের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর আর একাদশে জায়গা হয়নি এই তারকার। যেকারণে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে আগেভাগেই তাকে নিয়ে আসার জন্য চেস্টা করছিল বিসিবি।
যে কারণে আজকেই তার আসার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে আর আসা হচ্ছেনা সাকিবের। দলটির সাথেই থাকবেন সাকিব। কেননা, দলটির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো দল ছেড়ে চলে যাবেন নিজ দেশে। আর সেজন্য সাকিবকে ছাড়েনি সানরাইজার্স।
টানা ৮ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকবেন সাকিব এবং দেশে ফিরবেন ২৮ এপ্রিল। বিষয়টি জানিয়েছেন সাকিবের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ।
মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানান, ম্যাচ না খেললেও আইপিএলে অনুশীলনটা কাজে দেবে সাকিবের। তিনি সাকিব আল হাসানের অনুরোধে তার সঙ্গে একান্ত অনুশীলনের জন্য গত ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন থেকে গতকাল রাত সোয়া ৮টায় দেশে ফিরে এসেছেন সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, ‘যে যাই ভাবুন আর বলুন না কেন, আমার কাছে মনে হয় সাকিব আইপিএলে ম্যাচ না খেললেও, আমি যাওয়ার আগেই যে প্র্যাকটিসে ছিলো সেটাও কম নয়, অনেক। সেখানে অনুশীলনের যেসব সুবিধার কথা বললাম, সেটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। পরে আমি যে ৮-৯ দিন কাজ করলাম সেটাও ভালো গেছে। সবমিলিয়ে মনে হয় সাকিব দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস সে আইপিএলে কোনো ম্যাচ না খেললেও বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুতই রয়েছে।’
সাকিবের গুরুজন আরও বলেন, ‘সাকিব বেশ ছন্দে আছে। শারীরিকভাবেও ৫-৭ ওজন কমিয়ে এনেছে। মানসিক-শারীরিক উভয়দিকেই দুর্দান্ত অবস্থায় রয়েছে ও। তাই আমি ব্যাটিং নিয়েই কাজটা করেছি বেশি। ব্যাটিংয়ের সময় আমি মূলত সাকিবের শটের ভাণ্ডার আরও বাড়ানো যায় কিনা সেটা নিয়ে কাজ করেছি। সবচেয়ে বেশি কাজ করেছি ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ইয়র্কার লেন্থ এবং ব্লক হোলে আসা বলগুলোর বিপক্ষে ওর ব্যাটিং পারদর্শিতা বাড়ানোর কাজ করেছি।’