আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে যে দলটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরের সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে কিংস ইলিভেন পাঞ্জাবের ক্রিকেটাররা। এই দলটি মোট ৪২টি ক্যাচ ধরার সুযোগ পেয়েছিল। সেখান থেকে ৩৭টি ক্যাচ ধরেছে তারা। সবগুলো দলের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে তারাই। তাদের ক্যাচ ধরার হার ৮৮.১০ শতাংশ।

দুই নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। ৬৫টি সুযোগের মধ্যে তারা কাজে লাগিয়েছে ৫৭টি। যার শতকরা হার ৮৭.৭০ শতাংশ।

তিনে আছে দিল্লি ক্যাপিটালস। ৫৮টি ক্যাচের মধ্যে তারা ধরেছে ৪৮টি। শতকরা হিসেবে যার পরিমান দাড়ায় ৮২.৮০ শতাংশ।

চারে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৫টি ক্যাচের মধ্যে তারা ধরেছে ৪৫টি। শতকরা হিসেবে তার পরিমাণ ৮১.৮০ শতাংশ।

ছয় নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ৪২টি ক্যাচের মধ্যে তারা ধরেছে ৩২টি। শতাংশ হিসেবে যার হার দাড়ায় ৭৬.২০।

এরপর আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪৯টি ক্যাচের মধ্যে তারা ধরে ৩৬টি। ৩৭ টি ক্যাচের মধ্যে ২৪টি ধরেছে কলকাতা নাইট রাইডার্স। আর ৫০টি ক্যাচের মধ্যে মাত্র ৩০টি ধরেছে আরসিবি।