আইপিএল ছেড়ে সাকিবকে দেশে ফিরতে বলার ঘটনায় যা লিখল ভারতীয় সংবাদমাধ্যম

চলতি আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একাদশে জায়গা পান না সাকিব। প্রথম ম্যাচে একাদশে জায়গা পাওয়ার পর থেকে আর একাদশে দেখা যায়নি সাকিব।

তবে এরই মধ্যে সাকিবকে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ ক্যাম্পে যথাসময়ে সাকিবকে উপস্থিত থাকার জন্য চিঠিতে বলা হয়েছে।

এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিয়েছে সাকিব। ব্যক্তিগত উদ্যোগে গুরু মোহাম্মদ সালাউদ্দীনের শরণাপন্ন হয়েছেন সাকিব। শিষ্যের কথায় গত শনিবার ভারতে গেছেন সালাউদ্দীন। সাকিবকে নিয়ে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি।

এদিকে আইপিএল ছেড়ে সাকিবকে বোর্ডের দেশে ফিরতে বলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য সাকিব আল হাসানকে চিঠি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলতি মাসের ২২ তারিখ থেকে। সাকিবের কোর্টে এখন বল।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এখন আর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার। টানা ছ’টি ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয়েছে তাকে।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের। চোটের জন্য নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব। আইপিএলে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতেই পারতেন তিনি। কিন্তু, এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশেই জায়গা হচ্ছে না সাকিবের। কী করবেন তিনি? দেশে কি ফিরে যাবেন? সাকিব এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি। ভরা আইপিএলের মধ্যেই সাকিবকে নিয়ে উঠছে প্রশ্ন।’