আইপিএল বাদ দিয়ে ফিরে আসছেন সাকিব

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ২২ এপ্রিল থেকে ডাক পাওয়া সকল তারকা যোগ দিবেন ক্যাম্পে। আর সেই ক্যাম্পে শুরুতেই যোগ দিবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজকে জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় এই কথাটি জানিয়েছেন আকরাম খান।

গতকাল বোর্ড থেকে সাকিবকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে সাকিবে আইপিএল ছেড়ে দেশে ফিরে আসার কথা বলেছিল বিসিবি। আর সেই চিঠি পেয়েই সাকিব চলে আসছেন দেশে।

আইপিএলে এবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার। বোলিংয়ে এক উইকেট পেলেও রান দিয়েছিলেন অনেক।