আইপিএল শেষ সাকিবের!

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলার পর আর একাদশে জায়গা পাননি সাকিব। এদিকে এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না সাকিবের।

কেননা আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল ২২ এপ্রিল থেকে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প শুরু হবে। কাল সোমবার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে মাশরাফি-মুশফিকদের প্রস্তুতি।

সকাল ৯টার মধ্যেই জাতীয় দলে ডাক পাওয়া সকল ক্রিকেটারকে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে। সাকিবও এই ক্যাম্পে যোগ দেবেন। বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য সাকিবকে এর আগেই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল থেকে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে সাকিব যোগ দিলে আইপিএলে আর খেলা হচ্ছে না সাকিবের। যার মানে একম্যাচ খেলেই এবারের আইপিএল শেষ সাকিবের।