৬,৪,৪,৪,৪,৬। আলজারি জোসেপের এবারের আইপিএলের শেষ ওভারে রান ছিল এটাই। জস বাটলার এই বেধরক পিটিয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই মার খেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার। আর এটাই হয়ে গেল তার এবারের আইপিএলের শেষ ওভার।
ইনজুরিতে পড়েছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচে এই ইনজুরিতে পড়েন জোসেপ।
মুম্বাই ইন্ডিয়ান্স ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছিল পেসার অ্যাডাম মিলনেকে। কিন্তু নিউজিল্যান্ডের এই্ পেসার আইপিএলে আসতেই পারেনি ইনজুরির কারণে। তার রিপ্লেস হিসেবেই আলজারি জোসেপকে কিনেছিল মুম্বাই।
আইপিএলে অভিষেকেই রেকর্ড গড়েছিলেন জোসেপ। মাত্র ১২ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নিয়ে আইপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি।