আবহানীর বিপক্ষে লড়াই করছে শেখ জামাল

আজকে জিতলেই শিরোপা জিতবে আবহানী। এমন ম্যাচে তাদের প্রতিপক্ষ শেখ জামাল। আর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাশরাফিদের বিপক্ষে রানের জন্য লড়াই করছে শেখ জামালের ব্যাটসম্যানরা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাশরাফির বলে উইকেট হারায় জামাল। ১৫ রান করে আউট হন ইমতিয়াজ। দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর দলীয় ২৫ রানের মাথায় আবারও মাশরাফির আঘাতে ফিরে যান ১ রান করা রাকিন আহমেদ।

এরপর ফারদিন ও নাসির একটু প্রতিরোধের চেস্টা করে। তবে সেটা থেমে যায় নাসিরের রান আউটে। ১৩ রান করে বিদায় নেয় নাসির। এরপর স্কোর বোর্ডে আর ২০ রান যোগ করে দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ১৭ রান করে মোসাদ্দেকের বলে বিদায় নেন নুরুল হাসান সোহান।

সোহানের বিদায়ের পর শেখ জামালের বিপদ আরেকটু বাড়ে ৩৪ রান করে ফারদিন আউট হলে।

এরপর শেখ জামালের হাল ধরেন তানভির হায়দার ও ইলিয়াস সানি। এই দুজনে মিলে এখন দলের রান বড় করার চেস্টা করছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান। তানভির ৩৮ ও ইলিয়াস সানি ৪৪ রান করে অপরাজিত আছেন।