আবারও ব্যর্থ হলেন সৌম্য সরকার

ব্যাটে রান যেন কোন ভাবেই আসছেনা সৌম্যর। জাতীয় দলের এই তারকা যিনি কিনা বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছেন তারই নেই ফর্ম। প্রতিটা ম্যাচেই শুরুতেই শেষ হয়ে যাচ্ছেন এই তারকা। ইনিংস পারছেন না বড় করতে। সেই ধারাবাহিকতাই ধরে রাখলেন আজকেও।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচে তিনি নেমেছিলেন ওপেনিংয়ে। আউট হয়েছে মাত্র ২ রান করেই। ১৩ বলে ২ রান করেছেন তিনি। আবু জায়েদের বলে আউট হন তিনি।

ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন জহুরুল ইসলামও। তিনি করেছেন ১ রান। তিনি আউট হয়েছেন ফরহাদ রেজার বলে। এছাড়াও আরেক তারকা মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রমোট করে ওয়ানডাউনে নেমে আউট হয়েছেন ৫ রান করেই।