বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ দলে টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। আর আইপিএলে সাকিব বিহীন ম্যাচে আবারও হারলো সানরাইজার্স হায়দরাবাদ। আর সেটা মিডল অর্ডারের ব্যর্থতায় কারণে। রবিবার সন্ধ্যার ম্যাচে ৩৯ রানে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে দলটি। দিল্লির দেয়া ১৫৬ রানের লক্ষ্যের কাছে হেরে যায় সহজে।
হায়দরাবাদ দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো ব্যাট করতে নেমে এদিনেও ভালো সূচনা করেন। উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ৭২ রান। তবে ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪১ রান করে ইংলিশ উইকেটরক্ষক বেয়ারস্টো ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় হায়দরাবাদ।
অধিনায়ক কেন উইলিয়ামসন ৩ ও রিকি ভুই ৭ রানে ফিরে যাওয়ার পর ৪৭ বলে ৫১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওয়ার্নারও। এরপরে দলীয় ১১০ রানের মধ্যে বিজয় শঙ্কর (১), দীপক হুদা (৩) ও রশিদ খানও (০) ফিরে যান। সাকিব বিহীন মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত ১১৬ রানেই অলআউট হয় হায়দরাবাদ। হেরে যায় ৩৯ রানে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান বলেছেন, বিদেশি ক্রিকেটার সানরাইজ হায়দরাবাদ একাদশে খেলছেন তারা বিশ্বমানের। তবে মুলত মিডল অর্ডারের দুর্বলতার কারণেই ম্যাচটি হেরে যাই আমরা।
তিনি বলেন, একাদশে না থাকাটা অবশ্যই হতাশার, কিন্তু পরিস্থিতিও আপনাকে বুঝতে হবে। আমাকে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের জন্য খুব কঠিন। না খেললেও আমাকে ফিট আর প্রস্তুত থাকতে হবে। তাছাড়া বিশ্বকাপও আসছে। ফলে অনুপ্রেরণার কোনো কমতি নেই। আর আমার সুযোগ যখন আসবে, আমিও দুই হাত ভরে তা নেব। আমি অনুশীলনও আগের চেয়ে অনেক বেশি করছি।’