আলাভেসকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

স্পানিশ লা লিগায় আরেকটি মৌসুমের শিরোপা প্রায় নিশ্চিতই করে ফেলল লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী দল বার্সালোনা। গতরাতে আলাভেসকে হারিয়ে শিরোপার হাতছোয়া দূরত্বে চলে এল তারা।

গতরাতে আলাভেসের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়েছিল বার্সালোনা। এই ম্যাচে মেসিকে ছাড়াই বার্সা জিতেছে ২-০ গোলে।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে কার্লস অ্যালেনার গোলে এগিয়ে যায় বার্সালোনা।

শুরুর একাদশে না থাকা মেসি মাঠে নামেন ৬১ মিনিটে। তার আগেই অবশ্য আরেকটি গোল পেয়ে যায় বার্সালোনা। পেনাল্টি থেকে গোলটি করেন সুয়ারেজ।

মেসি মাঠে নামলেও ম্যাচের ৬০ মিনিটে ২-০ তে এগিয়ে যাওয়া বার্সার জয়ের ব্যবধান আর বাড়েনি।

এই জয়ের ফলে লা লিগায় শিরোপা জয়ের একেবারেই কাছে চলে এল বার্সালোনা। আর মাত্র একটি ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করবে তারা।