নদী দেখলে সাতার কাটতে ইচ্ছা করবেনা এমন মানুষের সংখ্যা খুব একটা নেই। আর সেই নদী যদি হয় অনিন্দ সুন্দর তাহলে তো কথাই নেই।
কিন্তু সেই সুন্দর নদীতে ডুব দিলেন। আর উঠে দেখলেন আপনার শরীরের শুধু কঙ্কালটাই আছে তাহলে কেমন হবে?
হ্যা, এমনই একটি নদী রয়েছে যার নাম রিও টিনটো। স্পেনে আছে এই ভয়ানক নদীটি। স্থানীয় ভাবে এটি মানুষ খেকো নদী হিসেবেও পরিচিত।
এই নদীতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।
এই নদীটির সুন্দর এবং সরাসরি করা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন দেখতে কতটা চমৎকার দেখায় এই নদীটিকে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানেই।