আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে সব প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ দল। এরই মধ্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ৩০ মে শুরু হবে এবারের আসর। আর এই আসরকে স্মরনীয় করে রাখার জন্য ঘোষণা দিলেন মুশফিকুর রহীম। আজ মিরপুরে অনুশীলন শেষে এই কথা বলেন মুশফিক।
এবারের বিশ্বকাপটি মাশরাফির শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপ হয়ে যেতে রিয়াদ, সাকিব, তামিম, মুশফিকদেরও। তাই এই বিশ্বকাপটি স্মরনীয় করে রাখতে চান মুশফিক।
টাইগার উইকেটকিপার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করছি বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার জন্য। বিশেষ করে মাশরাফি ভাইয়ের জন্য। এটাই হয়তো উনার শেষ বিশ্বকাপ। তাছাড়া আমাদের চারজনেরও শেষ বিশ্বকাপ হতে পারে। এভাবে একসাথে হয়তো আর বিশ্বকাপ খেলা হবে না। তাই আমাদের চেষ্টা থাকবে স্মরণীয় করে রাখার মতো কিছু করার।’
বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার জন্য নিজেদের কাজটি সঠিক ভাবে করতে চান মুশফিক। তিনি বলেন, “আমাদের স্ট্রাইক রেট ঠিক রেখে খেলতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ৩২০ রান করেও হেরেছিলাম। সেখানে ৩৫০-৩৬০ রান করা উচিত ছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করছে কীভাবে আরো উন্নতি করা যায়। লোয়ার অর্ডারে যারা আছে তারাও চেষ্টা করছে।”