আজ ২৩ এপ্রিল মঙ্গলবার লিস্ট ‘এ’ ম্যাচে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের হার্ডহিটার ওপেনার সৌম্য সরকার। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচটিতে ডাবল সেঞ্চুরিকালে একাধারে চারটি রেকর্ড গড়েন তিনি।
সেই রেকর্ডগুলো তুলে ধরা হলো-
এক. বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ম্যাচে ডাবল সেঞ্চুরি এটি। এতদিন ধরে ১৯০ রান নিয়ে লিস্ট ‘এ’ ম্যাচে সবার উপরে ছিলেন রকিবুল হাসান। তবে আজ সেটি টপকে গেলেন সৌম্য সরকার।
দুই. আজ শেখ জামালের বিপক্ষে মোট ১৬ টি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য। বাংলাদেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে গত ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসন মেরেছিলেন ১৫টি ছক্কা।
এদিকে লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেকর্ডটি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে সৌম্যও অংশীদার ছিলেন। গত প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংকের হয়ে ব্রাদার্সের বিপক্ষে ১১ ছক্কা মেরেছিলেন।
তিন. ৩১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ সৌম্য–জহুরুল ইসলামের ওপেনিং জুটিতে এসেছে ৩১২ রান। যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ জুটি।
চার. প্রতিযোগিতামূলক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি পেলেন সৌম্য। আগেরটি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে, ২০১২ যুব এশিয়া কাপে কাতারের বিপক্ষে বাঁহাতি ওপেনার করেছিলেন ২০৯ রান।