আজ ৩১ মার্চ রবিবার সারাদেশের মতো জামালপুরের মাদারগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে হয়েছে ব্যাপক শিলাবৃষ্টি। এ শিলাবৃষ্টি তাণ্ডব চালিয়েছে ফসলি জমিতে।
আজ রবিবার ব্যাপক শিলা বৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় ধান ও সবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। দুপুর দুইটার পর থেকে প্রায় এক ঘন্টা শিলা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ইরি বোরো ফসল, শসা, মরিচ, করল্লা, শাকসবজির ক্ষতি হয়।
এ ব্যাপারে এলাকাবাসী জানিয়েছেন, এতো বড় শিলা তারা কখনো দেখেননি। কোন শিলার ওজন ছিল প্রায় ৩শ থেকে ৪ গ্রাম।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদ বলেন, ‘শিলাবৃষ্টিতে উঠতি ইরি, বোরো ধান, পাট ও সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি আমের মুকুলের এবং আন্য ফলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।’