চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে আজ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
আর সেই দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এদিকে মধুর এক সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজম্যান্ট। কেননা ওয়ার্নার ফেরায় ওপেনিং জুটি নিয়ে মধুর সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া।
ওয়ার্নার সবসময় ওপেনিং করে। ওয়ার্নার দলের বাইরে থাকাকালীন অ্যারন ফিঞ্চের সঙ্গে পেনিংয়ে সাফল্য দেখিয়েছেন উসমান খাজা। এখন কারা ওপেনিং করবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ফিঞ্চ নিজেই।
তিনি বলেন, ‘আগামী ৬-৮ সপ্তাহ এটা নিয়ে অনেক ভাবতে হবে। আমাদের সেরা কম্বিনেশন বের করার চেষ্টা করতে হবে যাতে দলের সেরা গঠনটা পাওয়া যায়। টপে ডেভির (ওয়ার্নার) রেকর্ড অবিশ্বাস্য, ওজিও (খাজা) সাম্প্রতিক সময়ে খুব ভালো ছন্দে আছে। আমরা যেভাবেই খেলি, আমাদের এই জায়গাটা মেলাতে হবে, তারপর টুর্নামেন্টে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয়, আমরা তিনজনই পারব (তিনে খেলতে)। তবে সীমিত ওভারের ক্রিকেটে এই পজিশনে আমার অভিজ্ঞতা সবচেয়ে কম। সম্ভবত আমাদের জন্য বাঁহাতি ডানহাতি কম্বিনেশন রাখাটা ভালো হবে। বাঁহাতি দুইজনের মধ্যে কে ওপেন করে সেটাই দেখার।’