চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২১ এপ্রিল (রবিবার) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে কলকাতা। ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে হায়দ্রাবাদের দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো। দু’জনই অর্ধশতক তুলে নেন।
২৮ বলে ২ চার ও ৪ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন ওয়ার্নার। অন্যদিকে ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে অর্ধশতক তুলে নেন বেয়ারস্টো। তবে ৬৭ রান করে পৃথ্বী রাজের বলে বোল্ড হয়ে ফেরেন ওয়ার্নার।
তবে শেষ পর্যন্ত ৪৩ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন বেয়ারস্টো ও ৮ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। এরই ফলে ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় হায়দ্রাবাদ।
কলকাতা নাইট রাইডার্স একাদশঃ ক্রিস লিন, সুনিল নারিন, শুভমান গিল, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, রিংকু সিং, পীয়ুষ চাওলা, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ, কে সি কারিআপ্পা।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, দীপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবেনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, খলিল আহমেদ।