চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের ইংল্যান্ড বিশ্বকাপ।
তবে মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দলগুলো। বিশ্বকাপের মতো প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আগামীকাল বুধবার থেকে প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে বলেই নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই প্রস্তুতি ম্যাচগুলো। প্রস্তুতি ম্যাচে টিকিটের সর্বোচ্চ মূল্য ৩০ পাউন্ড ও সর্বনিম্ন মূল্য ১৫ পাউন্ড। এদিকে ১৬ বছরের কম বয়সিদের টিকিট পাওয়া যাবে মাত্র ১ পাউন্ডে।
Official CWC19 Ticketing Site.থেকে টিকিট কেনা যাবে।