কাল দুপুরে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

একই সঙ্গে আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্যও দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বিশ্বকাপে ১৫ জনের নাম দিচ্ছি, ত্রিদেশীয় সিরিজে দিবো ১৭ জন। আমরা ওখান থেকে দুইজনকে যাচাই করে দেখতে পারব। কাল নির্বাচকরা দিয়ে দিবে। উনাদের কাছ থেকে জানাই ভালো। কাল অফিসিয়ালি জানবেন।’

তিনি আরো বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে নতুন কাউকে সুযোগ দিয়ে দেখলে, কেউ ভালো করলে তখন আমাদের সুযোগ আছে বিশ্বকাপ দল পরিবর্তন করার। তাই নির্বাচকদের বলেছি টিম দেরি করার দরকার নেই, দিয়ে দাও।’