কোহলিকে নতুন ডাকনাম দিয়েছেন ডি ভিলিয়ার্স

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল ১৯ এপ্রিল শুক্রবার ৩৫তম ম্যাচে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে কলকাতাকে ১০ রানে হারায় ব্যাঙ্গালুরু। মূলত অধিনায়ক কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় ব্যাঙ্গালুরু।

তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেন। এদিকে কোহলি ম্যাচে নামার আগে সেঞ্চুরি হাঁকাবেন বলেই এবি ডি ভিলিয়ার্সকে কথা দিয়েছিলেন। এমনকি মাঠে নেমে সেই কথাও রেখেছেন কোহলি। এদিকে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পর কোহলিকে নতুন ডাকনাম দিয়েছেন ডি ভিলিয়ার্স।

টুইটার বার্তায় তিনি লিখেন, ‘বিরাট, ইউ লিটল বিস্কিট। মইন আলিও খুব ভালো খেলেছে।’

অন্যদিকে ডি ভিলিয়ার্সের কথা রাখার জন্য কোহলি সেঞ্চুরি হাঁকিয়েছেন বলেই ম্যাচ শেষে জানান। তিনি বলেন, ‘হোটেলের রুম থকে বেরোনোরে আগে এবিডিকে কথা দিয়েছিলাম যে শতরান করবই। কথা রাখতে পেরেছি। আশা করি ও খুশি হবে।’