কোহলির নতুন নাম দিল ভিলিয়ার্স

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ডাক নাম চিকু। ছোটবেলা থেকেই তাকে এই নামে ডাকা হত। মিডিয়ার কল্যানে তা এখন জেনে গেছে সারা বিশ্ব।

তবে শুক্রবারে তার নতুন আরেকটি নাম চলে এল প্রকাশ্যে। সেই নাম নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। কি নাম কোহলি? তার নতুন নাম ‘লিটল বিস্কুট’।

নাহ ভুল দেখেননি, তার নতুন নাম ‘লিটল বিস্কুট’। তার এই নাম দিয়েছে সতীর্থ ভিলিয়ার্স।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে পারেনি এবি। সেই্ ম্যাজে সেঞ্চুরি করেছিল কোহলি। ওই ম্যাচের পরই কোহলির এই নাম দিয়েছেন ভিলিয়ার্স। নামটি আবার ভক্তদেরও মনে ধরেছে।