চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২৩ এপ্রিল (মঙ্গলবার) একমাত্র ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।
আজকের ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না হায়দ্রাবাদ। উইলিয়ামসনের দাদী মৃত্যুবরণ করায় আপাত সময়ের জন্য আইপিএল থেকে ছুটি নিয়েছেন তিনি। আইপিএলে ফিরবেন ২৭ এপ্রিলের ম্যাচের আগেই।
উইলিয়ামসন না খেলায় বিদেশি কোটায় সুযোগ পেতে পারেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়কত্ব পালন করবেন ভুবেনেশ্বর কুমার।
উইলিয়ামসনের পরিবর্তে একাদশে সাকিবকে দেখা যেতে পারে। ২৭ এপ্রিলের আগে উইলিয়ামসন হায়দ্রাবাদে ফিরলেও সাকিবের একাদশে খেলার সম্ভাবনা আছে। কেননা আজকের ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দিচ্ছেন হায়দ্রাবাদের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। যার ফলে পরের ম্যাচেও একাদশে দেখা পারে সাকিবকে।