গির্জার রেশ না কাটতেই এবার শ্রীলঙ্কার চিড়িয়াখানা এলাকায় হামলা

ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৯০ নিহত হয়েছেন। আহত হয়েছে ৪০০ জন।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে।

এদিকে, শ্রীলঙ্কায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার রেশ কাটতে না করতেই আবারো হামলার ঘটনা ঘটল দেশটিতে। রাজধানী কলম্বোর দেহিওয়ালা চিড়িয়াখানার কাছে নতুন করে বিস্ফোরণে অন্তত দুই জন নিহত হয়েছেন। চিড়িয়াখানাটি এলিফ্যান্ট শো-এর জন্য বিখ্যাত। এ নিয়ে সপ্তম দফায় হামলার ঘটনা ঘটল।

এর আগে সকালে কলম্বো ও নেগোম্বোয় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৪০০ জন।