গীর্জার পর এবার মসজিদে হামলা

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির আটটি স্থানে বোমা হামলার পর আজ ২২ এপ্রিল সোমাবার দেশটির উত্তর-পশ্চিমমাঞ্চলে একটি মসজিদে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। তাছাড়া ভাংচুর চালানো হয়েছে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি দোকানে।

এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিদেশি সংবাদ মাধ্যম দ্যা হিন্দুবিজনেসলাইনে এমন খবর প্রকাশ পায়।

এর আগে, গতকাল ২১ এপ্রিল রবিবার ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালে একাধিক গির্জায় ভয়াবহ বোমা হামলা হয়। এই ঘটনায় সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী।

সেই বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। তবে বলা হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় আহত হয়েছেন ৫শ জনের বেশি মানুষ।