চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অ্যাডাম মিলনের পরিবর্তে উইন্ডিজ তরুণ ক্রিকেটার আলজারি জোসেফকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিজের অভিষেক ম্যাচেই দারুণ রেকর্ড করেন জোসেফ।
আইপিএলের ইতিহাসে পাকিস্তানি বোলার সোহেল তানভীরের ১৪ রান খরচ করে ৬ উইকেট শিকার করা ছিল সেরা বোলিং ফিগার। সেই রেকর্ড ভাঙ্গেন জোসেফ। তিনি ১২ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন।
কিন্তু তিন ম্যাচ খেলেই আইপিএল থেকে ছিটকে যান জোসেফ। ইনজুরির কারণে এবারের আইপিএল থেকে ছিটকে যান জোসেফ। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার বেউরান হেনড্রিকসকে দলে ভেড়াল মুম্বাই।
আইপিএলের ২০১৪ ও ২০১৫ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন হেনড্রিকস। এবারের আসরে মুম্বাইয়ের হয়ে খেলবেন তিনি।