চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২১ এপ্রিল রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশঃ পার্থিব পাটেল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, আকাশদীপ নাথ, মঈন আলি, মার্কাস স্টোইনিস, পবন নেগি, ডেল স্টেইন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব।